সিলেটটুডে’র প্রধান সম্পাদকের পিতৃবিয়োগ

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৯

সিলেটটুডে’র প্রধান সম্পাদকের পিতৃবিয়োগ

সোনালী সিলেট ডেস্ক ::: অনলাইন নিউজ পোর্টাল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম’র প্রধান সম্পাদক কবির য়াহমদ’র পিতা মহান মুক্তিযুদ্ধের সংগঠক আজিজ উদ্দিন চৌধুরী আর নেই। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের চন্দরপুর গ্রামে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

আলীনগর ইউনিয়নের সাবেক পঞ্চায়েত ও সাবেক ভাইস-চেয়ারম্যান আজিজ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি, হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন। তিনি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র, ৩ কন্যা সন্তানসহ অসংখ্য আতœীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার দুপুর ২টায় আলিনগর ইউনিয়ন চন্দরপুর গ্রামের জিন্দাপির জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম