সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৬:৫১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: দিরাইয়ে এক রাজমিস্ত্রীকে খুন করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯ টায় দিরাই পৌরসভার ভরারগাঁও গ্রামে এ খুনের ঘটনাটি ঘটে। নিহত রাজমিস্ত্রী মারুফ আহমদ (২৫) সুনামগঞ্জ পৌরসভার পূর্ব সুলতানপুর আবাসিক এলাকার নুরুল ইসলামের পুত্র।
নির্মাণ ঠিকাদার নুরু মিয়া জানান, তারা গত একমাস যাবৎ দিরাই পৌরসভার ভরারগাঁও গ্রামের মধ্যবর্তী খালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতাধীন ব্রীজের নির্মাণ কাজ করে আসছিলেন। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ভরারগাঁও গ্রামের মৃত আব্দুস ছাত্তারের পুত্র জনি মিয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজমিস্ত্রী মারুফ এর সাথে ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে জনি মারুফের মাথা লক্ষ করে ইটের টুকরো দিয়ে ঢিল ছুড়ে মারে এতে ঘটনাস্থলেই মারা যায় মারুফ। পরে স্থানীয়রা মারুফ কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
দিরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। পুলিশ খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টায় রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি