দেশবাসীকে প্রতিমন্ত্রী ইমরানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

প্রকাশিত: ৮:১৭ পূর্বাহ্ণ, জুন ৩, ২০১৯

দেশবাসীকে প্রতিমন্ত্রী ইমরানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

সোনালী সিলেট ডেস্ক ::: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ তার নির্বাচনী এলাকা গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের সর্বস্তরের জনসাধারণসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সোমবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে ব্যস্ত থাকায় নিজ নির্বাচনী এলাকার জনসাধারণের সাথে ঈদ পালন না করতে পারায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

পাশাপাশি তার সহধর্মিণী বাংলাদেশের প্রখ্যাত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ড. নাসরিন আহমদের রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলসহ তার জন্য দোয়া প্রার্থনা করায় অত্রাঞ্চলের সর্বস্তরের নেতাকর্মী সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে তিনি সর্বস্তরের মানুষের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

রাষ্ট্রীয় সফর শেষে অচিরেই দেশে ফিরে তিনি সিলেট-৪ আসনের সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম