টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

প্রকাশিত: ৬:৫৯ পূর্বাহ্ণ, জুন ৩, ২০১৯

টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

সোনালী সিলেট ডেস্ক ::: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মফিজুর রহমান (৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (৩ জুন) ভোরের দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মফিজুর ওই এলাকার গোলাম আকবরের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, দুই দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মফিজুর রহমানকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। পুলিশের অবস্থান টের পেয়ে ওই স্থানে আগে থেকে ওঁত পেতে থাকা মফিজুরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলে মফিজুর গুলিবিদ্ধ হলে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম