এবার ইউরোপ সেরা লিভারপুল

প্রকাশিত: ৬:৩১ পূর্বাহ্ণ, জুন ২, ২০১৯

এবার ইউরোপ সেরা লিভারপুল

সোনালী সিলেট ডেস্ক ::: ইউরোপ সেরা প্রতিযোগিতায় এবার চ্যাম্পিয়ন হয়েছে গতবারের রানার্সআপ লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

শনিবার রাতে মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় শিরোপা লড়াইয়ে শুরুতেই এগিয়ে যায় অলরেডরা। দ্বিতীয় মিনিটে মোহাম্মদ সালাহর পেনাল্টিতে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন। আর শেষ দিকে আরেক গোলে ব্যবধান গড়েন বদলি নামা দিভোক ওরিগি।

ম্যাচ আধ-মিনিটের মাথায় প্রথম আক্রমণে ডি-বক্সে ঢুকে পড়া সাদিও মানের শটে বল মুসা সিসোকোর বুকে লেগে স্পর্শ করে হাত। এতে রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিকে লিভারপুলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। দ্বিতীয় মিনিটে হওয়া গোলটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দ্বিতীয় দ্রুততম। তালিকার শীর্ষে আছে ২০০৫ সালে লিভারপুলের বিপক্ষে ৫১ সেকেন্ডের মাথায় এসি মিলানের পাওলো মালদিনির করা গোল।

দ্বিতীয়ার্ধে দুদলের ফুটবলই ছিল গতিহীন, ছন্দের অভাবও ছিল যথেষ্ট। এর মাঝে ৬৯তম মিনিটে জেমস মিলনারের নিচু শট পোস্ট ঘেঁষে চলে গেলে ব্যবধান বাড়েনি। ১০ মিনিট পর সন হিউং মিনের দূরপাল্লার বুলেট গতির শট ঝাঁপিয়ে ঠেকান লিভারপুল গোলরক্ষক আলিসন।

তিন মিনিট পর ডি-বক্সের বাঁ দিক থেকে ক্রিস্তিয়ান এরিকসেনের শট ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় ঠেকিয়ে দলকে এগিয়ে রাখেন আলিসন।

৮৭তম মিনিটে চ্যাম্পিয়ন্সশিপ নিশ্চিত করেন ওরিগি। জোয়েল মাতিপের পাস ডি-বক্সে বাঁ দিকে পেয়ে নিচু শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড।

এই জয়ে গতবারের রানার্সআপ লিভারপুল ১৪ বছর পর ষষ্ঠবারের মত ইউরোপ সেরার শিরোপা জিতল। এরআগে রিয়াল মাদ্রিদ সর্বোচ্চ ১৩ বার, এসি মিলান ৭ বার এবং বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ ৫ বার করে শিরোপা জিতেছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম