সিলেট ১৪ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৬:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: বালাগঞ্জে মাদরাসা ছাত্রী (১৪) কে গণধর্ষণ মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর গ্রাম থেকে উপজেলার শিওরখাল গ্রামের আব্দুল করিম তালুকদারের ছেলে আব্দুল আহাদ (২৫) ও একই গ্রামের ইউপি সদস্য আইয়ুব আলীর ছেলে আযই (৩২) কে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর রাত নয়টার দিকে তাদেরকে বালাগঞ্জ থানায় নেয়া হয়।
শুক্রবার রাতে ভিকটিমের পিতা বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং- ৮। মামলায় আব্দুল আহাদ ও আযইসহ অজ্ঞাত আরও ৪ জনকে অভিযুক্ত করা হয়।
লাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান দু’জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
এদিকে গণধর্ষণের ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। শনিবার দুপুরে ঘটনাস্থলে পরিদর্শনে যান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সাজিদ আহমদ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বালাগঞ্জ উপজেলার শিওরখান গ্রামের নিজ বাড়ির একটি পরিত্যাক্ত খড়ের ঘরে গণধর্ষিত হয় স্থানীয় মহিলা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর একছাত্রী। ওই ছাত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করা হয়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি