এক্স-রে পরীক্ষায় তামিমের হাতে চিড় ধরা পড়েনি

প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৯

এক্স-রে পরীক্ষায় তামিমের হাতে চিড় ধরা পড়েনি

সোনালী সিলেট ডেস্ক ::: অনুশীলনে থ্রো ডাউনে ব্যাট করতে গিয়ে আচমকা হাতে বল লেগে আহত হয়ে মাঠ ছেড়েছিলেন তামিম ইকবাল। তার তাৎক্ষণিক মাঠ ছাড়ার ভঙ্গি ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। তবে এক্স-রে পরীক্ষার পর সেই ভয় উড়িয়ে দেওয়ারই খবর এসেছে।

তামিমের বা হাতের সামনের অংশের এক্স-রে রিপোর্টে জানা যায়, সেখানে নেই কোন চিড়। তবু টিম ম্যানেজমেন্ট দলের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে কোন ঝুঁকি নিতে চায় না। শনিবার খেলার আগের দিন করা হবে আরেকটি পরীক্ষা। তাতে সবুজ সঙ্কেত এলেই তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবেন তিনি।

শুক্রবার লন্ডনের ওভালে সকাল থেকেই নিবিড় অনুশীলন করছিল বাংলাদেশ দল। অনুশীলনের প্রায় শুরু থেকেই নেটে ব্যাটিং করেন তামিম। পেস, স্পিন বিভিন্ন রকমের বল খেলে নিজেকে ঝালাই করেছেন বেশ অনেকক্ষণ। তবে থ্রো ডাউনে ব্যাট করতে গিয়ে হুট করে একটি বল এসে লেগে যায় তার হাতে। প্রচণ্ড ব্যথা অনুভব হওয়ায় আর অনুশীলন না চালিয়ে সোজা মাঠ থেকে বেরিয়ে যান তিনি।

রোববার ওভালেই নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে মাশরাফি মর্তুজার দল। ওপেনিংয়ে তো বটেই, সব মিলিয়েই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানদের একজন তামিম। অভিজ্ঞতায় ঋদ্ধ এই ওপেনার আছেন দারুণ ছন্দে। বিশ্বকাপেও বড় কিছুর করার তীব্র ইচ্ছা আছে তার।

এর আগে দারুণ ফর্ম নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়ে প্রথম ম্যাচেই চোটে পড়ে ছিটকে গিয়েছিলেন তিনি। তামিমের যেকোনো রকমের চোট তাই বাংলাদেশ দল দেখে বাড়তি গুরুত্ব দিয়ে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম