সিলেট ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে একটি নৌকা থেকে ৫ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
শনিবার (১ জুন) ভোরে অভিযান চালিয়ে টেকনাফের দমদমিয়ার ওমরখাল সংলগ্ন নাফ নদীর কিনারায় ডুবিয়ে দেওয়া একটি নৌকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, শনিবার ভোরে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান কক্সবাজারে টেকনাফের দমদমিয়ার নাফ নদীর কিনারায় খালাস করা হচ্ছে বলে খবর পাওয়া যায়। এই গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খানের নেতৃত্বে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নাফ নদীতে নৌকাটি ডুবিয়ে দিয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা নৌকাটি উদ্ধার করে। নৌকায় তল্লাশি চালিয়ে ৫ লাখ ৪০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
নৌকাটি জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান বলেন, ‘উদ্ধার করা ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে এগুলো ধ্বংস করা হবে। সীমান্তে ইয়াবা রোধে বিজিবি তৎপর রয়েছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি