সিলেট ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
ঈদের জামাতে ইমামতি করবেন নগরীর বন্দর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। এর আগে বয়ান পেশ করবেন সৈয়দুর রহমান হাবিবী (শায়খে বরুণী)।
শাহী ঈদগাহের মোতাওয়াল্লী জহির বখত বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিবারের মতো এবারও সাবেক অর্থমন্ত্রী আবদুল মাল আবুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান উপস্থিত থেকে নামাজ আদায় করবেন।
ইসলামিক ফাউন্ডেশন সিলেটের বিভাগীয় পরিচালক ফরিদ উদ্দিন বলেছেন, গত বছর নগরীর মোট নয়টি জায়গায় ১১টি জামাত অনুষ্ঠিত হয়েছিল। এবার কতটি জামাত অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি। তবে কালেক্টরেট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ও কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল ফিতরের মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
গত বছর কুদরত উল্লাহ জামে মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছিল সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায়।
তিনি আরও বলেন, গত বছর শাহজালাল (রহ) এর দরগাহে একমাত্র ঈদের জামাতটি অনুষ্ঠিত হয়েছিল সকাল ৯টায়। এছাড়া পুলিশ লাইনস মাঠে সকাল ৯টায়। এবারও একই সময়ে হতে পারে বলে জানান তিনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, এদিকে শাহী ঈদগাহে এবার তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। সিলেটের প্রধান ঈদ জামাতের স্থান শাহী ঈদগাহে প্রবেশের আগে মুসল্লিদের তল্লাশি করা হবে। জায়নামাজ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না শাহী ঈদগাহে।
আর সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, প্রতিবছরের মতো এবারও বিপুল সংখ্যক মুসল্লি ঐতিহ্যবাহী এ মাঠে ঈদের নামাজ আদায় করতে পারবেন। এজন্য পুরো ঈদগাহ ময়দান পরিষ্কার পরিচ্ছন্নতাসহ রং, গাছপালা ছাঁটাই ও বিভিন্ন সংস্কার কাজ করা হয়েছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি