সিলেট ১৪ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:০০ পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ১২তম বিশ্বকাপের। বিশ্বকাপ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি। বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে হেরেছে তারা। তবে বিশ্বকাপে তাদের দল নিয়ে আশাবাদী সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন।
একই সঙ্গে বিশ্বকাপে সেমিফাইনাল খেলা চার দলের নাম জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট হলো ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। এদের মধ্যে থেকেই একটা দল শিরোপা জয় করবে।’
তিনি আরো বলেন, ‘প্রস্তুতি ম্যাচে যেভাবে তারা নিউজিল্যান্ডকে হারিয়েছে তা অসাধারণ। তারা আন্দ্রে রাসেলকে দলে নিয়েছে যে কিনা দুর্দান্ত ফর্মে আছে। টপ অর্ডারে গেইলও দুর্দান্ত খেলছে এবং তাদের কাছে অসাধারণ কয়েকজন উদীয়মান তারকা আছে। ওয়েস্ট ইন্ডিজ দলটা আমার পছন্দ হয়েছে। তারা কি চ্যাম্পিয়ন হবে? সম্ভবত না। তবে তারা আমার সেরা চার দলের মধ্যে একটি।’
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি