সিলেট ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৭:৫৫ পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজকে বলে কয়ে হারিয়েছিল বাংলাদেশ। টাইগারদের সামনে নাকানিচুবানি খেয়েছেন সাই হোপ, জেসন হোল্ডাররা। সেই সফরে উইন্ডিজদের খেলা দেখেই কিনা গেইলদের হুমকি দিয়ে রাখলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ! কেবল ওয়েস্ট ইন্ডিজই নয়, সরফরাজ হুমকি দিয়ে রাখলেন বিশ্বকাপে অংশ নেওয়া বাকি দলগুলোকেও। পাক অধিনায়ক সাফ জানিয়ে দিলেন, পাকিস্তানকে নাকি সব দলই ভয় পায়!
শুক্রবার নটিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। ক্যারিবীয়দেরও প্রথম ম্যাচ এটি। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে মুখিয়ে আছেন পাক দলপতি সরফরাজ আহমেদ। এর আগে টানা দশটি ওয়ানডে ম্যাচ হারলেও সরফরাজের বিশ্বাস প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাবে তার দল। তিনি বলেন, ‘আমরা এখন বিশ্বকাপ শুরু করতে যাচ্ছি। তাই এর আগে কি ঘটেছিল সেটা মনে রেখে লাভ নেই।’
এবারের বিশ্বকাপে পাকিস্তানকে অপ্রতিরোধ্য দল বলে করছেন সরফরাজ। তিনি বলেন, ‘আমাদের অপ্রতিরোধ্য মনে করা হয়। আর এটা মনে রাখবেন পাকিস্তান কিন্তু খুবই শক্তিশালী দল। ক্রিকেট বিশ্বে সব দলই আমাদের ভয় পায়।’
ক্যারিবীয়দের বিপক্ষে জয়ের সহজ টোটকাও বাতলে দিয়েছেন পাক অধিনায়ক। তিনি বলেন, ‘জয় পেতে হলে আপনাকে প্রতিপক্ষের উইকেট নিতে হবে আর সেটা যদি না পারেন তাহলে তাদের রানে আটকাতে হবে।’ সরফরাজ আরো জানান, ক্রিকেট এখন অনেক বদলে গেছে। তিনশ রান এখন হরহামেশাই তাড়া করছে দলগুলি। পাক দলপতি মনে করেন, ওয়েস্ট ইন্ডিজ তিনশ’র বেশি রান করলেও তার দল সেটিতে তাড়া করে জয়ের ক্ষমতা রাখে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি