জেলা প্রশাসন থেকে এবার ঈদ কার্ড পাননি মেয়র আরিফ

প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ, মে ৩০, ২০১৯

জেলা প্রশাসন থেকে এবার ঈদ কার্ড পাননি মেয়র আরিফ

সোনালী সিলেট ডেস্ক ::: সিলেট জেলা প্রশাসন থেকে এবার ঈদ কার্ড পাননি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার (২৯ মে) বিকেলে সিলেট সিটি করপোরেশনের প্রশাসনিক শাখায় জেলা প্রশাসন থেকে প্রেরিত ডাক ফাইলে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সচিব মোহাম্মদ বদরুল হক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কর্মকারের কাছে জেলা প্রশাসকের ঈদ কার্ড পৌঁছালেও মেয়র আরিফুল হক চৌধুরীকে দেওয়া হয়নি ঈদ কার্ড।

সিসিকের প্রশাসনিক শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মচারী মো. শামীম হোসেন জানান, ঈদ কার্ড বহনকারী জেলা প্রশাসনের কর্মচারীকে মেয়র মহোদয়ের কার্ড নেই কেন প্রশ্ন করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

এ প্রসঙ্গে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট অঞ্চলের লোকজন সম্প্রীতি, সহানুভূতি আর সৌজন্যের জন্য বিখ্যাত। এখানে ধর্মীয় ও রাজনৈতিক, সামাজিক সম্প্রীতি বজায় থাকলেও কিছু কিছু অতি উৎসাহী কর্মকর্তারা অতীতের সেই ঐতিহ্যকে বিনষ্ট করতে চাচ্ছেন, যা কোনভাবেই কাম্য নয়’।

এর আগে ১৭ মে সিলেট জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলেও দাওয়াত দেয়া হয়নি মেয়র আরিফুল হক চৌধুরীকে। এ নিয়ে সিলেটসহ সারাদেশে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়

বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী গত বছর অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন।

Metropolitan University

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম