সিলেট ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:১৮ পূর্বাহ্ণ, মে ২৬, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: লোকসভা নির্বাচনে নিজের বেদনাদায়ক পারফর্মেন্সের পর নিজের পদত্যাগের বিষয়ে অনড় রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তবে এ বিষয়ে বাঁধা হয়ে দাঁড়িয়েছেন তার মা ও বোন।-খবর এনডিটিভি
শনিবার দলীয় ওয়ার্কিং কমিটির সভায় নিজের পদত্যাগপত্র সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করা হলেও তিনি বলেন, আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, আমি এখন যেমন আছি, ভবিষ্যতেও কংগ্রেসের একজন বাধ্য যোদ্ধা হিসেবে থাকবো। কিন্তু দলীয় সভাপতি হিসেবে আমি আর থাকতে চাই না।
কংগ্রেস সভাপতি গান্ধী পরিবারের কেউ হতে হবে এমন কোনো কথা নেই বলেও মন্তব্য করেন রাহুল।
কংগ্রেস বলছে, রাহুলকে তাদের খুবই দরকার। তবে ওয়ার্কিং কমিটির বৈঠক থেকে বের হওয়ার সময় কোনো কথা বলতে শোনা যায়নি রাহুল গান্ধীকে।
সূত্র জানিয়েছে, রাহুলের মা সোনিয়া গান্ধী ও বোন প্রিয়াংকা তার পদত্যাগের সিদ্ধান্তে পরিবর্তন আনতে তাকে বোঝাচ্ছেন। তবে শেষ পর্যন্ত তারা বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র রাহুলের।
তবে সভাপতি রাহুল না থাকলে উভয়সংকটে পড়তে হচ্ছে কংগ্রেসকে। কারণ রাহুল না থাকলে তার স্থলাভিষিক্ত হবেন ক?
ইতিমধ্যে নির্বাচনের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে কংগ্রেস। শুক্রবার নির্বাচন কমিশন চূড়ান্ত ফল ঘোষণা করলে দেখা যায়, কংগ্রেস মাত্র ৫২টি আসন পেয়েছে। যেখানে ক্ষমতাসীন বিজেপি ৩০৩ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি