সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, মে ২৫, ২০১৯
গরীব অসহায় এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিয়ে সুধী জনদের মিলন মেলায় সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার সম্পন্ন হয়েছে। ২৫ মে সিলেট নগরীর অভিজাত হোটেলে অনুষ্ঠিত ইফতার মাহফিল পরিনত হয়েছিল বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের মিলন মেলা। এতে অংশ নেন সাংবাদিক, রাজনৈতিক, পেশাজীবী, প্রশাসনিক, মানবাধিকার কর্মীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবে সভাপতি শেখ মো: লুৎফুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুদ্দিন রাসেল এবং দপ্তর সম্পাদক এম. এ রউফ যৌথ পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সদস্য ও এটিএন বাংলার সিলেট বুরে্যা শফিকুল ইসলাম শফি, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম. এ. মালেক, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সাগর, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য শাহজাহান সেলিম বুলবুল, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক,
তাঁতী লীগের সিলেট বিভাগীয় সমন্বয়কারী বাদশা গাজী, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির জেলা সভাপতি হেলাল আহমদ চৌধুরী, ২২নং ওয়ার্ডের কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম, জেলা যুবদল নেতা জাকির হোসাইন, বাবুল মিয়া, মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি (মাপসাস) সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিন স্বপন, সহ-সভাপতি সুলতান আহমদ চৌধুরী, দারা খান, ডা: ইছমাইল, অরাস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আঙ্গুর মিয়া,
সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের বন ও পরিবেশ সম্পাদক মো. সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক শাহরিয়ার চৌধুৃরী সাব্বির, কোষাধ্যক্ষ ডা: বাপ্পী চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার তাহেরা, সদস্য শামিম মিয়া, আবুল হোসনে, কামরুল হাসান চৌধুরী তুহিন, আহ মেদ সাকিল, নাজিম উদ্দিন, রাহেল আহমদ, আকমল সুমন, আবু মো: খালেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান তথ্যপ্রযু্িক্তর এ যোগে অনলাইন নিউজ পোর্টালে গুরুত্ব অপরিসীম। আমরা অতি তাড়াতাড়ি অনলাইনের মাধ্যেমে সবধরনের তথ্য পেয়ে থাকি। অনলাইন পোর্টালে আরও দক্ষ সংবাদকর্মী বৃদ্ধির আহ্বান জানান এবং সাংবাদিকদের সবধরনের সহযোগিতা পাবে বলে আশ্বাস প্রদান করেন।
ইফতার মাহফিলে কোরআন তিলায়ত ও দোয়া করেন জামেয়া ইসলামিয়া হুসাইনিয়া মিরবক্সটুলা নয়াসড়ক সিলেট মাদ্রাসার (মা:) আব্দুল্লাহ
এছাড়া আরও উপস্থিত ছিলেন সিলেট নিউজ ৭১ নির্বাহী সম্পাদক ফজলুল ইসলাম ফজলাই, মাপসাসের সদস্য আশিক তানভীর জামেয়া ইসলামিয়া হুসাইনিয়া মিরবক্সটুলা নয়াসড়ক মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ। প্রেস-বিজ্ঞপ্তি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি