নজরুলের জন্মবার্ষিকী পালন মৌলভীবাজারে

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, মে ২৫, ২০১৯

নজরুলের জন্মবার্ষিকী পালন মৌলভীবাজারে

সোনালী সিলেট ডেস্ক ::: মৌলভীবাজারে পালিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী।

শনিবার (২৫ মে) ‘নজরুল চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা জেলা শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি আশরাফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি অপূর্ব কান্তি ধর, নাট্যকার ও সংগঠক আব্দুল মতিন।

প্রথমেই বিশিষ্ট নজরুল শিল্পী ও গবেষক, একুশে পদকপ্রাপ্ত, নজরুল একাডেমি পদক, শিল্পকলা একাডেমি পদকপ্রাপ্ত গুণীশিল্পী খালিদ হোসেনের প্রয়াণে তাকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও নজরুল সঙ্গীত সম্মিলন পরিষদের মৌলভীবাজার শাখার সভাপতি এম এমদাদুল হক মিন্টু।

সংস্কৃতিকর্মীর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মনু থিয়েটারের সভাপতি সুদীপ দাস, নজরুল সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোস্বামী।
আলোচনা সভা শেষে একাডেমির প্রশিক্ষক রুবিনা মাহমুদের পরিচালনায় শিল্পকলা একাডেমির শিক্ষার্থীবৃন্দ কাজী নজরুল ইসলাম রচিত হামদ ও নাত পরিবেশন করে। কবিতা আবৃত্তি করে শিশুশিল্পী স্বাগতা সাহা ও সুশিপ্তা দাশ। সঙ্গীত পরিবেশন করে শিল্পকলা একাডেমির প্রশিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী সুশিপ্তা দাস এবং সমন্বয়ে ছিলেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা জ্যোতি সিনহা।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম