সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: সিলেট নগরের পাঠানটুলা এলাকায় সৎ মাকে কুপিয়ে জখম করার অপরাধে ইমন আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে নগরীর জালালাবাদ থানা এলাকায় তার নানার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা।
তিনি জানান, বুধবার রাতে পাঠানটুলায় নারীর উপর হামলাকারী ইমনকে জালালাবাদ থানার চাতল থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছে। বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
উল্লেখ্য, বুধবার (২২ মে) রাতে পারিবারিক শত্রুতার জের ধরে সুমনা বেগম নামের এক নারীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ইমনসহ তার সহযোগীরা। ঘটনার পর আহত সুমনাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত সুমনা বেগম ইমন আহমেদের সৎ মা বলে জানা যায়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি