সিলেট ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:০৮ পূর্বাহ্ণ, মে ২৩, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: বাস কাউন্টারে টিকিটের মূল্য তালিকা না টাঙানো এবং বেশি দামে টিকিট বিক্রির অপরাধে হানিফ, শাহ ফতেহ আলী ও এসআরসহ পাঁচ পরিবহনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড ও কল্যাণপুরের বাস কাউন্টারে অভিযান চালিয়ে পরিবহনগুলোকে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড ও কল্যাণপুরের বাস কাউন্টারে অভিযান চালানো হয়।এ সময় পাঁচ পরিবহনকে সর্বমোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের বর্ণনা দিয়ে আবদুল জব্বার মণ্ডল জানান, মহাখালী এলাকায় টিকিটের মূল্য তালিকা না টাঙানোর অপরাধে এসআর ট্রাভেলসকে ৪০ হাজার টাকা এবং এসআই পরিবহনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অপরাধে কল্যাণপুরে শাহ ফতেহ আলী পরিবহনকে ৪০ হাজার টাকা ও হানিফ পরিবহনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই কর্মকর্তা আরও জানান, অভিযান চালাকালে নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে টিকিট বিক্রি করার অপরাধে এসআর ট্রাভেলসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই অভিযানে এপিবিএন-১ ও ১১ এর সদস্যরা এবং দারুস সালাম থানা পুলিশ ও তেজগাঁও থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আবদুর জব্বার মণ্ডল।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি