সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৭:০২ পূর্বাহ্ণ, মে ২০, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর বেলেমের একটি মদের দোকান লক্ষ্য করে সশস্ত্র একটি গোষ্ঠীর ছোড়া গুলিতে ১১ জন নিহত হয়েছেন।
রোববার (১৯ মে) পারা রাজ্যের রাজধানীর সহিংসতাপূর্ণ দরিদ্র এলাকা গুয়ামায় এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এতে আরও একজন আহত হয়েছেন।
জি-ওয়ান নিউজ ওয়েবসাইট জানিয়েছে, গাড়ি ও মোটরসাইকেল যোগে আসা ওই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা মুখোশ পড়া ছিল, তাদের গুলিতে ছয় নারী ও পাঁচ পুরুষ নিহত হন।
নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার সম্ভাব্য কারণ সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় রোববার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
গুলির ঘটনার পর ধারণ করা কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে, সেখানে দেখা গেছে নিহত লোকজন দোকানটির মেঝেতে পড়ে রয়েছেন। মৃত এক নারী বারের কাউন্টারের ওপর পড়ে আছেন।
বেলেম মহানগরের সবচেয়ে সহিংসতা কবলিত সাতটি এলাকার মধ্যে গুয়ামা একটি। এসব এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মার্চে শহরটিতে কেন্দ্রীয় সেনা পাঠানো হয়েছিল। চলতি বছরের প্রথম তিন মাসে পারা রাজ্যে বিভিন্ন সহিংস ঘটনায় ৭৫৬ জন নিহত হন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি