খাদ্যে ভেজাল থাকায় হবিগঞ্জে দুই হোটেলকে জরিমানা

প্রকাশিত: ৭:৩০ পূর্বাহ্ণ, মে ১৯, ২০১৯

খাদ্যে ভেজাল থাকায় হবিগঞ্জে দুই হোটেলকে জরিমানা

সোনালী সিলেট ডেস্ক ::: হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় খাদ্যে ভেজাল থাকায় দুই হোটেল মালিককে ৭ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদদপ্তর। শনিবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দুইটি হোটেল মালিকের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।

সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ জানান, ওই এলাকার উজান ভাটি রেস্টুরেন্টে জিলাপীতে ক্ষতিকর রং ও রাসায়নিক মিশানোর অপরাধে ৫ হাজার টাকা ও ঢাকনাবিহীন খাদ্য দ্রব্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশনের কারণে খোয়াই হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এএসআই রানার নতৃত্বে চৌধুরী বাজার ফাড়ি পুলিশের একটি টিম।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম