সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, মে ১৮, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনটি এখন অবৈধ দখলদারদের কবলে। প্রতিদিনই দখল হচ্ছে রেলের জায়গা। এমনকি প্লাটফর্মেও বসেছে অবৈধ টং দোকান। প্লাটফর্মের ভেতরে বসার ও হাটা-চলার জায়গায় রাখা হয়েছে দোকানের মালামাল। এতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
স্থানীয়রা জানান, মাধবপুর উপজেলার মনতলা স্টেশন দিয়ে উপজেলার অন্তত ৩০-৪০টি গ্রামের কয়েক হাজার মানুষ নিয়মিত ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। স্টেশনটিতে আন্তঃজেলা জয়ন্তিকা এক্সপ্রেসসহ প্রতিদিন ৪টি ট্রেন ৮ বার যাত্রাবিরতি নেয়। অথচ এই স্টেশনটির প্লাটফর্মে গড়ে উঠেছে বেশ কয়েকটি টং দোকান। আবার যাত্রীদের বসার ও হাটা-চলার জায়গায় দোকানের মালামাল রেখে সৃষ্টি করা হয়েছে প্রতিবন্ধকতা।
শুধু প্লাটফর্মই নয়, রেলেও বিভিন্ন জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে অবৈধ স্থাপনা। অথচ রেল কর্তৃপক্ষ অবৈধ দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
অভিযোগ রয়েছে স্টেশন মাস্টারের যোগসাজশে ও কমিশন দিয়েই গড়ে উঠেছে এসব দোকান। তাই রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা তনু মিয়া বলেন, দীর্ঘদিন ধরে প্লাটফর্মের ওপরে অবৈধভাবে টং দোকান বসিয়ে রাখা হয়েছে। অথচ রেল কর্তৃপক্ষ তাদের উচ্ছেদ করছে না।
তিনি বলেন, ট্রেন এলে যাত্রীদের মধ্যে তাড়াহুড়া লেগে যায় ট্রেনে উঠতে। এর মধ্যে এসব টং দোকান ও তাদের রাখা মালামালের কারণে যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে।
স্টেশনে অপেক্ষমাণ যাত্রী মো. রহমত আলী বলেন, ‘ব্যবসার সুবাদে আমি নিয়মিত ট্রেনে যাতায়াত করি। কিন্তু এই স্টেশনটির অবস্থা খুবই খারাপ। যেখানে সেখানে নিজেদের ইচ্ছেমত দোকান বসিয়ে রেখেছে লোকজন। প্লাটফর্মের ভেতরে ও হাটা চলার রাস্তায় রাখা হয়েছে মালামাল। অথচ রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। রেল কর্তৃপক্ষকে এ বিষয়ে অভিযোগ দিলে উল্টো তারাই আমাদের বিভিন্ন কথা শোনায়।
এ ব্যাপারে স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, ‘আমি অনেকবার তাদের এখান থেকে সরে যেতে বলেছি। এছাড়া চলাচলের রাস্তায় যেন মালামাল না রাখে সে জন্যও বলেছি। কিন্তু তারা আমার কথা শোনে না।’
তিনি বলেন, ‘আমি আরও একবার বলব, এরপরও যদি তারা না সড়ে তাহলে আমি প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেবো।’
প্লাটফর্মের ওপর বসানো টং দোকান থেকে কমিশনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমি কোনো দোকান থেকে কমিশন নেই না।’
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি