ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ফিজা-রসমেলা সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে

প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ, মে ১৭, ২০১৯

ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ফিজা-রসমেলা সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে

সোনালী সিলেট ডেস্ক ::: হবিগঞ্জের নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ও নোংরা পরিবেশে পণ্য সামগ্রী রাখার দায়ে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাসান এ অভিযান চালান।

অভিযানে চলাকালে- নবীগঞ্জ শহরের মুন স্টার হোটেলে নোংরা পরিবেশে পণ্য সামগ্রী রাখায় ৮ হাজার, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় আরজু ডিপার্টমেন্টাল ষস্টোর ১০ হাজার, ফিজা কনফেকশনারীতে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৩ হাজার, বিদেশী পণ্যের গায়ে বিএসটিআই-এর সিল না থাকায় রসমেলাকে ২ হাজার, ও শেলী কনফেকশনারীকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক অফিসার ছাদেক হোসেন, স্যানেটারি ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকি, নবীগঞ্জ থানার এসআই ফিরুজ প্রমুখ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম