সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন : বগি লাইনচ্যুত

প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ, মে ১৬, ২০১৯

সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন : বগি লাইনচ্যুত

সোনালী সিলেট ডেস্ক ::: সিলেটের ফেঞ্চুগঞ্জে একটি লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ মে) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার মল্লিকপুর এলাকায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় বলে জানান মাইজগাঁও রেলস্টেশনের মাস্টার ইমাম হোসেন।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জের মল্লিকপুর নামক স্থানে এলে হঠাৎ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়লে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

তিনি আরো জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেনটি ঘটনাস্থলে যাচ্ছে। বগি লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করতে ঘণ্টা দুয়েক সময় লাগতে পারে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম