সহপাঠীর হাতে প্রাণ গেল তরুণের : মোবাইল নিয়ে দন্দের জের ধরে

প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ণ, মে ১৫, ২০১৯

সোনালী সিলেট ডেস্ক ::: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার জেরে সহপাঠীদের পিটুনি ও ছুরিকাঘাতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে চৌমুহনী পৌর এলাকার আলীপুরে এ ঘটনা ঘটে।

নিহত যোবায়ের হোসেন (১৯) সেনবাগের কাজিরখীল গ্রামের মোশারফ হোসেনের ছেলে। বেগমগঞ্জের আলীপুরে তাদের বাসা। নোয়াখালী সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়ছিল সে।

বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ জানান, কয়েক দিন আগে মোবাইল ফোন নিয়ে যোবায়ের ও তার সহপাঠী রাকিবের মধ্যে মারামারি হয়। এর জেরে মঙ্গলবার রাতে রাকিব, আশরাফ, জনি, মেহেরাব ও আবিরসহ ১০-১২ জন মিলে যোবায়েরকে ধরতে যায়। এক পর্যায়ে তারা যোবায়েরকে পিটিয়ে ও ছুরি মেরে গুরুতর জখম করে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ রাতেই আটজনকে আটক করেছে।

রাতে যোবায়েরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে শাহজাহান শেখ জানান।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম