সিলেট ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:৩১ পূর্বাহ্ণ, মে ১২, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের শামীম আহমদ এর স্ত্রী হেলেনা বেগম (২০) আত্মহত্যা করেছেন। নববধু আত্মহত্যা নিয়ে উপজেলাজুড়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে হেলেনার লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান- প্রায় ৪ মাস আগে উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের শামীম আহমদের সাথে উপজেলার ২নং লক্ষীপুর ইউনিয়নের হোসেন মিয়ার মেয়ে হেলেনা বেগমের বিয়ে হয়। এর পর শ্বাশুড়ির সাথে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে প্রায় ঝগড়া হত। শনিবার সকালে শামীম আহমদের মা তহেরা বেগমের সাথে নববধু হেলেনার ইফতারি নিয়ে কথা কাটাকাটি হয়। দুপুর ২টায় এলাকাবাসী হট্টগোল শুনে এগিয়ে আসলে দেখেন নববধু ঘরের সিলিং ফ্যানের সাথে আত্মহত্যা করেন। পুলিশকে সংবাদ না দিয়ে নববধুর লাশ মাটিতে নামিয়ে ঘরের বারান্ধায় রাখা হয়।
শামীম আহমদ বলেন- আমি প্রতিদিন মতো শনিবার টিএসকো পাওয়ার লিঃ কোম্পানীতে কাজে যাই। যাওয়ার সময় হেলেনাকে হাসি মুখে রেখে যাই। তার সাথে আমার বিয়ের কেবল ৪মাস হয়েছে। কি কারনে এঘটনা ঘটেছে আমি কিছুই বুঝতে পারছি না। মায়ের সাথে ঝগড়ার বিষয় আমি কিছুই জানি না। আমি সংবাদ পেয়ে এসে দেখি হেলেনাকে বারিন্দায় শুয়ে রাখা হয়েছে।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ মাইনুল জাকির বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘাটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরী করে অধিকত্বর তদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নববধুর নিকট আত্মীয়রা অভিযোগ দিলে বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি