সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ণ, মে ১২, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবি ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকের উপর সন্ত্রাসীদের ন্যক্যারজনক আচরণ ও হুমকীর প্রতিবাদে মানববন্ধন করেছেন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও ছাত্রছাত্রীবৃন্দ।
শনিবার দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গনে ইন্টার্ন চিকিৎসক ও ছাত্রছাত্রীবৃন্দ ঝড়ো হন। এরপর কলেজের সামনে রাস্তায় দাড়িয়ে তারা মানববন্ধন কর্মসুচী পালন করেন।
এসময় তারা বলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকের উপর কতিপয় চিহ্নিত সন্ত্রাসীদের অসদাচরণ ও হুমকীর ঘটনায় আমরা বিস্মিত, বিক্ষুব্দ। এমন অবস্থা চলতে দেয়া যায়না। মানবতার বন্ধু চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা সময়ের অপরিহার্য দাবী। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্থি নিশ্চিত করতে হবে। অন্যথায় চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা: আবু সাঈদ, ডা: স্বাগতা ভৌমিক, ডা: নাবিলা আক্তার, ডা: শিরিন জাহান, ডা: আমিরুল হক, ডা: কাকলী রায় তালুকদার, ডা: মোস্তাক হোসাইন তানিম। এছাড়াও মানববন্ধনে পার্কভিউ মেডিকেল কলেজে বিভিন্ন বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি