চিকিৎসকের ঝুলন্ত লাশ পাঠানটুলায়

প্রকাশিত: ৮:০৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০১৯

চিকিৎসকের ঝুলন্ত লাশ পাঠানটুলায়

সোনালী সিলেট ডেস্ক ::: সিলেট নগরীর পশ্চিম পাঠানটুলায় এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে পল্লবী আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত চিকিৎসক সিলেট পার্ক ভিউ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের লেকচারার প্রিয়াংকা তালুকদার শান্তা (২৯)।

তিনি পশ্চিম পাঠানটুলার পল্লবী আবাসিক এলাকার ২৫ নম্বর বাসার দিবাকর চন্দ্র দেব কল্লোলের স্ত্রী। তার তিন বছরের একটি মেয়ে আছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি শাহ মো. হারুনুর রশীদ বলেন, রোববার সকালে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা জাবে।

এ ঘটনায় নিহতের বাবা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম