সিলেট ২৪শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:০০ পূর্বাহ্ণ, মে ১২, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: মা পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। মা শব্দটি মনে করিয়ে দেয় অকৃত্রিম স্নেহ, মমতা আর গভীর ভালোবাসা। প্রতিটি সন্তানের ভালোবাসা আর নিরাপদ আশ্রয়ের শ্রেষ্ঠ জায়গা মা।
মা স্নেহ আর ভালোবাসা দিয়ে সন্তানকে লালন-পালন করে বড় করেন, বিনিময়ে কিছুই চান না। সেই মায়ের জন্য আজ একটি বিশেষ দিন। আজ বিশ্ব মা দিবস।
প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার এ দিবসটি পালন করা হয়। যদিও গর্ভধারিণী মাকে ভালোবাসার জন্য কোন দিনক্ষণ লাগে না তবুও মায়ের প্রতি সন্তানের ভালোবাসা ও মহিমা প্রকাশের দিন আসে এই বিশ্ব মা দিবসে।
সন্তানের প্রতি মায়ের ভালোবাসা যেন অফুরান সবসময়। সংসারের সকল কাজ, সবার দেখাশোনা, সকল বাস্তবতা মানে সবকিছুতেই যেন মায়ের অন্তর্ভুক্তি। মা ক্লান্তিহীন, ছুটি নেই তার। কাজ, কাজ আর কাজ।
আমার মাকে দেখেছি সারাদিন স্কুলে শিক্ষকতা করে, সংসারের সকল কাজ করে, সন্তানদের লেখাপড়াসহ সকল খোঁজ রাখতে। আসলে প্রতিটি সংসারে মায়েদের অবদান এমনি অপরিসীম। ঘরে বাইরে মায়েদের এই অবদানকে প্রতিষ্ঠা ও সম্মান জানানোর জন্য এই মা দিবস পালন করা হয়।
ইউরোপ-আমেরিকায় মা দিবস ঘটা করে পালন হলেও আমাদের দেশে মা দিবস পালনের ইতিহাস খুব পুরনো নয়। কিন্তু মা দিবস পালনের ক্ষেত্রে এখন বেশ সাড়া মিলছে আমাদের দেশে।
যুক্তরাষ্ট্রে আনা জার্ভিস ও তার মেয়ে আনা রিভস জার্ভিসের উদ্যোগে মা দিবসের প্রচলন শুরু হয়। ১৯০৭ সালের এক রোববার আনা জার্ভিস স্কুলের বক্তব্যে মায়ের জন্য একটি দিবসের গুরুত্ব ব্যাখ্যা করেন। এরই প্রেক্ষিতে তিনি ১৯১২ সালে মাদারস ডে ইন্টারন্যাশনাল আ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এবং এর পক্ষে জনমত গড়ে তোলেন।
পরে ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া, ইতালি, জার্মানি, কানাডা ও রাশিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে।
পরিশেষে বলি, মা দিবসটি যেন শুধু উদযাপনে নয়, অঙ্গিকার হোক প্রতিটি সন্তানের যেন মায়ের প্রতি দায়িত্ব, ভালোবাসা ও কর্তব্য জাগ্রত হয় তার প্রাত্যহিক/দৈনন্দিন জীবনে। পৃথিবীর প্রতিটি মা সুস্থ ও সুন্দর থাকুক এই কামনা করি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি