সিলেট ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, মে ৮, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: পবিত্র মাহে রমজানে ইফতারি ও খাবারে ভেজাল প্রতিরোধ এবং বাজারে পণ্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।পহেলা রমজান থেকেই সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে গঠিত বাজার মনিটরিং কমিটির সদস্যরা মাঠে নেমে কাজ করছেন।
গঠিত কমিটির সদস্যরা বাজার মনিটরিংয়ের সময় ইফতার সামগ্রীসহ নিত্যপণ্যে ভেজাল বা পচা-বাসি খাবারের খোঁজ পেলে তাৎক্ষনিক লাইসেন্স বাজেয়াপ্তসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার নির্দেশনা মতে কাজ করছেন।
রোববার (৬ মে) সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমনকে আহবায়ক ও বাজার তত্ত্বাবদায়ক মো. ফয়জুর রহমানকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট একটি বাজার মনিটরিং কমিটি গঠিন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন, সিসিকের নির্বাহী প্রকৌশলী শামছুল হক পাটোয়ারী, লাইসেন্স কর্মকর্তা মো. জাহাঙ্গির ও সহকারী কর কর্মকর্তা আখতার হোসেন সিদ্দিকী।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, গঠিত কমিটি পবিত্র মাহে রমজান মাসে সিলেট সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন বাজার, মার্কেটসমূহে পরিদর্শনক্রমে দ্রব্যমূল্য মনিটরিং করবেন। এছাড়া উক্ত কমিটি প্রতিদিনের মনিটরিং রিপোর্ট সংশ্লিষ্ট সমন্বয়কারীর মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তাব ও মতামত মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করারও নির্দেশনা দেয়া হয়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি