ডায়রিয়ার প্রকোপ শ্রীমঙ্গলের চা বাগানে

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মে ৮, ২০১৯

ডায়রিয়ার প্রকোপ শ্রীমঙ্গলের চা বাগানে

সোনালী সিলেট ডেস্ক ::: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূরভুরিয়া চা বাগানে হঠাৎ করেই দেখা দিয়েছে ডায়রিরার প্রকোপ। এ রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার চা বাগানের এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (৮ মে) সকালে উপজেলার ভুরভুড়িয়া চা বাগানের নিজস্ব ডিসপেন্সারীতে গিয়ে দেখা যায়, ৬ শয্যা বিশিষ্ট এই ডিসপেন্সারীতে ৬ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে শিশু ও নারীর সংখ্যাই বেশী। রোগীদের প্রায় প্রত্যেককেই স্যালাইন দেয়া হচ্ছে।

ডিসপেন্সারীর কম্পাউন্ডার (নাম প্রকাশ্যে অনিচ্ছুক) বলেন, গত ১ সপ্তাহে ৩৪ জন রোগী ডায়রিয়া চিকিৎসা নিয়েছে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে এই চা বাগানের (ভূরভুরিয়া চা বাগান) রাজকুমার (৬০) নামে এক রোগী শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয়েছে।

ভুরভুড়িয়া চা বাগানের চিকিৎসক সাদাত হোসেন মোহাম্মদ বলেন, চা বাগানের বাসিন্দাদের ডায়রিয়া মোকাবেলায় আমাদের যতটুকু প্রয়োজন সে প্রস্তুতি নিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। তবে রোগীর চাপে স্থান সংকুলান না হওয়ায় অনেক রোগীকে অন্যত্র স্থানান্তর করা হচ্ছে।

এদিকে বুধবার সকালে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, গত ১ এপ্রিল থেকে চলতি মাসের ৮ তারিখ বেলা পৌনে ১২ টা পর্যন্ত ৪৬৮ জন রোগী ভর্তি হয়েছেন। এদের বেশীর ভাগই চা বাগানের নারী শ্রমিক ও শিশু। আর গত এ সপ্তাহের হিসেবে ৯২ জন মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাখাওয়াত হোসেন বলেন, প্রচন্ড গরমের কারণে হঠাৎ ডায়রিয়ার এ প্রকোপ দেখা দিয়েছে। ডায়রিয়া রোগীদেরকে সুস্থ করে তুলতে আমাদের যা যা করনীয় আমরা তা করে যাচ্ছি। তাছাড়া চা বাগানের নিজস্ব হাসপাতালগুলোতেও খোঁজ খবর রাখছি। উপজেলার কেউ ডায়রিয়ায় আক্রান্ত হলে অতি দ্রুত হাসপাতালে আসার কথাও বলেন তিনি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম