সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ | ১লা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মে ৮, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: মেয়াদ উত্তীর্ণ খাবার ও প্রসাধনী সামগ্রী রেখে তা বিক্রির দায়ে মিষ্টান্ন বিক্রয়কারী প্রতিষ্ঠান স্বাদ ও রাজমহলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করে তা ধ্বংসও করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ মে) বিকেলে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টের স্বাদ ও রাজমহলের শাখায় এ অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে চলা অভিযানে উপস্থিত থেকে সাহায্য করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল।
এ ব্যাপারে শাহিনা আক্তার জানান, স্বাদের এ শাখায় অভিযান পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ শ্যাম্পু, চানাচুর, কোমল পানীয় রাখা ও বিক্রি এবং খেজুরের প্যাকেটে মূল্য না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছি।
এদিকে একই দিনে বিক্রির উদ্দেশ্যে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রাজমহলকে ৫ হাজার টাকা জরিমানা করে।
এ ব্যাপারে শাহিনা আক্তার জানান, অভিযান চলাকালে রাজমহল বাবনা শাখায় মেয়াদ উত্তীর্ণ কোমল পানিয় ও দই পাওয়া গেলে তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি