ভ্রাম্যমাণ আদালতের জরিমানা : বড়লেখায় পাঁচ প্রতিষ্ঠানকে

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, মে ৮, ২০১৯

ভ্রাম্যমাণ আদালতের জরিমানা : বড়লেখায় পাঁচ প্রতিষ্ঠানকে

সোনালী সিলেট ডেস্ক ::: মৌলভীবাজারের বড়লেখায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি এবং অনুমোদন ছাড়া পণ্য উৎপাদনের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ মে) দুপুরে বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম (ম্যাজিস্ট্রেট) মো. শরীফ উদ্দিন।

এ সময় শামছু ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, গোপাল অ্যান্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা, মস্তকিন স্টোরকে ১০ হাজার টাকা, আলাউদ্দিন স্টোরকে ১০ হাজার টাকা এবং দীপক ভেরাইটিজ স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় রমজান মাসে যানজট নিরসনের লক্ষ্যে বড়লেখা সদরে রাস্তার দুইপাশের ২০ অবৈধ ব্যবসায়ীকে সরিয়ে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে জরিমানার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম (ম্যাজিস্ট্রেট) মো. শরীফ উদ্দিন বলেন, ‘মাসব্যাপী এই অভিযান অব্যাহত থাকবে।’র সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম