গাছের সাথে বাসের ধাক্কায় নবীগঞ্জে ৩০ আহত জন আহত

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, মে ৮, ২০১৯

গাছের সাথে বাসের ধাক্কায় নবীগঞ্জে ৩০ আহত জন আহত

সোনালী সিলেট ডেস্ক ::: হবিগঞ্জের নবীগঞ্জে এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাছের সাথে বাসের ধাক্কায় অন্তত ৩০ যাত্রী আহত হয়ছেন।

বুধবার (৮ মে) দুপুরে উপজেলার নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর থেকে নবীগঞ্জ শহরগামী একটি যাত্রীবাহী বাস ছালামতপুর এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল বাসের সামনে এসে পড়ে। এ সময় মোটরসাইকেল আরোহীকে রক্ষা করতে গিয়ে বাসটি রাস্তার পাশ্ববর্তী একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে বাসের অন্তত ৩০ যাত্রী আহত হন।

গুরুতর আহতরা হলেন- আব্দুল আজিজ (৭৫), পিকলু দেব (২৫), কুহিনুর আক্তার (৪০) ও আরশ আলী (৪০)। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন দsর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম