সিলেট নগরীর পাশ্ববর্তী দলদলি চা বাগান থেকে অজগর উদ্ধার

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, মে ৭, ২০১৯

সিলেট নগরীর পাশ্ববর্তী দলদলি চা বাগান থেকে অজগর উদ্ধার

সোনালী সিলেট ডেস্ক ::: সিলেট নগরীর পাশ্ববর্তী দলদলি চা বাগান থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছেন চা শ্রমিকরা। উদ্ধারের পর মঙ্গলবার বিকেলে পরিবেশ কর্মীদের সহযোগীতায় সাপটি টিলাগড় ইকোপার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, মঙ্গলবার বিকেলে দলদলি চা বাগানের ৭ নং সেকশনে কাজ করার সময় একটি অজগর দেখতে পান চা শ্রমিক শংকর দাস, সুমন দাস, মিঠুন বাউরী ও সত্যবান দাস| শ্রমিকরা সাপটি একটা বস্তায় আটকে বাগানের শ্রমিক সংগঠনের সভাপতি মিন্টু দাসের কাছে নিয়ে আসেন|

এ খবর পেয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম ইফতারের কিছু সময় পূর্বে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের থেকে সাপটিটি গ্রহণ করে বিভাগীয় বন কর্মকর্তাকে জানান| পরে টিলাগড় ইকোপার্কের বিট অফিসার চয়নব্রত চৌধুরীর কাছে অজগরটিকে হস্তান্তর করা হয়|

আব্দুল করিম কিম জানান, উদ্ধারকৃত অজগরটির ওজন প্রায় আট কেজি| লম্বায় প্রায় সাত ফুট| সাপটি জ্যান্ত অবস্থায় হস্তান্তরের জন্য চা শ্রমিকদের ধন্যবাদ জানান তিনি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম