সিলেট ২৩শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, মে ৭, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মোশাররফ হোসেন (২৮) নামে এক সেলুন ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মোশাররফ বহরা ইউনিয়নের আশ্রবপুর গ্রামের মরছব আলীর ছেলে।
বৃহস্পতিবার (৭ মে) বেলা সোয়া ১২টায় উপজেলার মনতলা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের লোকজন বাড়ির পাশ্ববর্তী একটি আম গাছে মোশাররফের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) মুখলেছুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, প্রায় ৭ বছর পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার গ্রামের রহিম মিয়ার মেয়ে হোসনা আক্তারকে ভালোবেসে বিয়ে করেন মোশাররাফ। কিন্তু পরিবারের লোকজন বিয়েটি মেনে না নেওয়ায় সে তার স্ত্রীকে নিয়ে আলাদা বসবাস শুরু করে। তার সংসার চলতো মনতলা বাজারের একটি সেলুন ব্যবসার মাধ্যমে। এছাড়া প্রায় দুই বছর পূর্বে আরো একবার বিষপানে আত্মহত্যার চেষ্টা করে মোশাররফ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি