জিপিএ-৫ কমেছে সিলেটে

প্রকাশিত: ৮:১৪ পূর্বাহ্ণ, মে ৬, ২০১৯

জিপিএ-৫ কমেছে সিলেটে

সোনালী সিলেট ডেস্ক ::: এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার সামান্য বাড়লেও কমেছে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা। এবার সিলেট বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ২হাজার ৭৫৭ জন। গত বছর এই সংখ্যা ছিলো ৩হাজার ১৯১ জন।

২০১৮ সালের তুলনায় এবার জিপিএ-৫ কমেছে ৪৩৪টি। তবে গত পাঁচ বছরের মধ্যে ২০১৮ সালেই সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলো।

এবার সিলেটে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১ হাজার ৪২৬ জন ছেলে ও ১ হাজার৩৩১ জন মেয়ে।

বোর্ডের চার জেলার মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে সবচেয়ে এগিয়ে সিলেট জেলা। এই জেলার ১হাজার ৪০০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মৌলভীবাজারের ৬৩৮ জন, হবিগঞ্জের ৪৫৫ জন ও সুনামগঞ্জের ২৬৪ জন জিপিএ-৫ পেয়েছে।

এবার সিলেট শিক্ষা বোর্ডের অধিনে মোট ১লাখ ১৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবার পাসের হার ৭০.৮৩ শতাংশ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম