সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ৩রা রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মে ৫, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: সিলেট জেলা বিএনপির পুনর্গঠন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে কার্যনির্বাহী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ মে) বিকালে নগরীর সোবহানীঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, জেলার অন্তর্গত বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ এবং জেলার আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা বিএনপি পুনর্গঠনের অংশ হিসেবে ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে পুনর্গঠন কাজ শুরু করার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়। পর্যায়ক্রমে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা এবং জেলা বিএনপি পুনর্গঠন করার ব্যাপারে বিস্তারিত পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১৫ মে’র মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের কাছে দল পুনর্গঠন কার্যক্রমের বিস্তারিত পদক্ষেপ সমূহ তুলে ধরা হবে।
সভায় গৃহীত প্রস্তাবনার মধ্যে- জিয়াউর রহমান থেকে শুরু করে দলটির সকল মৃত নেতাকর্মীদের স্মরণ ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সকল মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।
এছাড়া তারেক রহমানের বিরুদ্ধে দেয়া সাজা বাতিল এবং তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার দাবী জানানো হয়। নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়িচালক আনসার আলীসহ সকল নেতাকর্মীদের ফিরে পাওয়ার দাবী জানানো হয়। ৩০ ডিসেম্বরের নির্বাচনে বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেল হত্যার বিচার দাবী করা হয়।
এছাড়া রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে কার্যকরের পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানানো হয় ও মানুষের জানমালের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক, জেলা সিনিয়র সহ সভাপতি আব্দুল কাহির চৌধুরী, সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন, আব্দুল মান্নান, কামরুল হুদা জায়গীরদার, ময়নুল হক চৌধুরী চেয়ারম্যান, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, আশিক উদ্দিন চৌধুরী, একেএম তারেক কালাম, হাজী শাহাব উদ্দিন, জালাল উদ্দিন চেয়ারম্যান, ওসমান গনী, সৈয়দ মোতাহির আলী, সুফিয়ানুল করিম চৌধুরী, নজমুল হোসেন পুতুল, আব্দুল হাকিম চৌধুরী, আব্দুল মতিন, আজির উদ্দিন চেয়ারম্যান, শাহাবুদ্দিন আহমদ, ইকবাল আহমদ, নুর মিয়া, ফখরুল ইসলাম ফারুক, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, বিএনপি নেতা ডা: আব্দুল গফুর, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মঈনুল হক, ডা: আরিফ আহমদ মোমতাজ রিফা প্রমুখ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি