ইউপি সদস্য বাল্যবিয়ে করলেন

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, মে ৪, ২০১৯

ইউপি সদস্য বাল্যবিয়ে করলেন

সোনালী সিলেট ডেস্ক ::: মৌলভীবাজার শ্রীমঙ্গলে অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে বিয়ে করলেন এক ইউপি সদস্য।

শুক্রবার (৩ মে) দুপুরে শহরতলীর শাহীবাগ রেল লাইন সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।

পরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের লোকজন ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই ইউপি সদস্য আব্দুর রহমান (৪৮) পালিয়ে যান।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে বাল্যবিবাহের খবর পেয়ে আমি উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাবরক্ষক সুদীপ দাশকে ঘটনাস্থলে পাঠালে বাল্যবিবাহের সত্যতা মিলে। তবে আমাদের লোকজন ঘটনাস্থলে যাওয়ার পূর্বে ইউপি সদস্য আব্দুর রহমান ও মেয়ের বাবা পালিয়ে যান। পরে আমরা এ ব্যাপারে বাল্যবিবাহ নিরোধ আইনে একটি মামলা দায়ের করেছি।

তবে এই বিষয়ে এখনো কোন মামলা দায়ের হয়নি বলে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা।

আব্দুর রহমান (৪৮) উপজেলার রাজঘাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য।

এ ব্যাপারে রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জি জানান, আমরা বিষয়টি শুনেছি। একজন ইউপি সদস্য হিসেবে তিনি যা করেছেন সেটা ঠিক করেন নি ৷ ব্যাপারটি নিয়ে আমরা ইউনিয়ন পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম