শিক্ষক বিনয়েন্দু চক্রবর্তী’র হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, মে ৪, ২০১৯

শিক্ষক বিনয়েন্দু চক্রবর্তী’র হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

সোনালী সিলেট ডেস্ক ::: সিলেটের বিয়ানীবাজারে অবসরপ্রাপ্ত শিক্ষক বিনয়েন্দু চক্রবর্তীকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিয়ানীবাজার পৌরশহরের পোষ্ট অফিস মোড়ে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উদ্যোগে অয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য নজরুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, আহমদ হোসেন বাবুল, বিয়ানীবজাার উপজেলা কমিউনিষ্ট পার্টির সাবেক সভাপতি দয়াময় কুমার দে, সাধারণ সম্পাদক মো: আনিসুর রহমান, বিয়ানীবাজার উপজেলা শ্রমিক লীগে সাধারণ সম্পাদক শাহজানুল ইসলাম লায়েক, বিয়ানীবাজার ইসকন মন্দিরের অধ্যক্ষ সিদ্ধ গৌরব দাস, পৌর ঐক্য পরিষদের সম্পাদক মহেশ ঘোষ, পূজা পরিষদের সভাপতি সুজিত চক্রবর্ত্তী, সহ সভাপতি প্রিয় তোষ চক্রবর্ত্তী, শংকর দেব,সাধারণ সম্পাদক অরুনাভ পাল চৌ: মোহন, যুগ্ম সম্পাদক সজীব ভট্টাচার্য্য, পূজা পরিষদের অর্থ সম্পাদক সুজিত দে, ছাত্র যুবক ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি বিপ্লব চক্রবর্ত্তী, পৌর শাখার সভাপতি অনির্বান চন্দ্র, পৌর যুবলীগ নেতা আয়নুল হক, নিহত বিনয়েন্দু চক্রবর্তীর ছেলে বসুদেব চক্রবর্ত্তী প্রমুখ।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ নভেম্বর রাতে উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ গ্রামের প্রবীণ শিক্ষক বিনয়েন্দু ভূষন চক্রবর্তীকে নিজ বাড়িতে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে পেট্রোল ছুঁড়ে পুড়িয়ে দগ্ধ করে দুর্বৃত্তরা। প্রতিবেশীরা তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকার সিটি হাসপাতালে ছয় দিন চিকিৎসাধীন অবস্থায় গত ৬ ডিসেম্বর দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী শিপ্রা রাণী চক্রবর্তী। পরে বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ এলাকার জয় লাল নাথ (২৮) ও একই এলাকার জয়ন্ত লাল নাথ (৩০) কে গ্রেপ্তার করলেও বাকি দুই আসামী একনো পলাতক রয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম