মেসির ছয়শত-এর দিনে বার্সেলোনার পাঁচশত

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, মে ৩, ২০১৯

মেসির ছয়শত-এর দিনে বার্সেলোনার পাঁচশত

সোনালী সিলেট ডেস্ক ::: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে গতকাল ইংলিশ ক্লাব লিভারপুলকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ম্যাচে বার্সার হয়ে জোড়া গোল করেন লিওনেল মেসি। আর এর মধ্য দিয়ে ক্লাব ফুটবলে ৬০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন বার্সেলোনার এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এ ছাড়া এদিন চ্যাম্পিয়ন্স লিগে ৫০০ গোলের মাইলফলক ছুঁয়েছে বার্সেলোনা।

ম্যাচের ২৬ মিনিটে কাতালান ক্লাবটির হয়ে প্রথম গোলটি করেন লুইস সুয়ারেজ। এটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সার ৫০০তম গোল। ম্যাচে বার্সার হয়ে শেষ দুটি গোল করেন মেসি। এর মধ্য দিয়েই ক্লাব ফুটবলে ৬০০ গোলের মাইলফলক পূর্ণ হয় তার। সব গোলই বার্সার জার্সিতে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৬৮৩তম ম্যাচে এসে এই মাইলফলক ছুঁলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম