সিলেট ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: মৌলভীবাজারে ছিনতাইকৃত নগদ ১ লাখ ১৫ হাজার টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোটর সাইকেলসহ ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার শিমুলতলা এলাকা দিয়ে মোটরসাইকেলযোগে স্থানীয় এক এনজিও কর্মকর্তা ১ লাখ ১৫ হাজার টাকা নিয়ে যাচ্ছিলেন। এ সময় অন্য একটি মোটরসাইকেলে থাকা ৩ ছিনতাইকারী তার গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাই করে পালিয়ে যায়। ছিনতাইকারীরা মনু ব্যারেজ এলাকা দিয়ে পালিয়ে যায় যা ওই এলাকার সিসি ক্যামেরায় ধরা পরে। পরে পুলিশ সিসি ক্যামেরা থেকে ছবি সংগ্রহ করে ছিনতাইকারী দলের সদস্য সদর উপজেলার সরকার বাজার এলাকার সুজিত দাস (২৪) কে সনাক্ত করে বুধবার রাতে গ্রেপ্তার করে এবং তার স্বীকারোক্তিতে অন্য তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।
অন্য তিনজন হচ্ছে সদর উপজেলার সুলতানপুর এলাকার সৈয়দ মোজাহিদ (২৮), বনশ্রী এলাকার মো. কামরুল খান (২৪) এবং রায়শ্রী এলাকার মো. ইমরান (২৫)।
মৌলভীবাজার সদর থানার উপপরির্দশক সাব্বির আহমদ জানান, মোটরসাইকেলে তিন ছিনতাইকারী ছিল এবং অন্যজন সহযোগী হিসেবে ঘটনাস্থলের অদূরে উপস্থিত ছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি