মহাজনপট্টির গো ডাউনে ভয়াবহ আগুন

প্রকাশিত: ৮:০১ পূর্বাহ্ণ, মে ২, ২০১৯

মহাজনপট্টির গো ডাউনে ভয়াবহ আগুন

সোনালী সিলেট ডেস্ক ::: নগরীর মহাজনপট্টি এলাকা আল খাজা নামের একটি মার্কেটের মধ্যে গো ডাউনে আগুন লেগেছে। বুধবার রাত ৯টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

৯টা ৫০ -এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি দমকল বাহিনী। বৃষ্টির সাথে বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে দমকল বাহিনীর সদস্যরা। এতে ওই এলাকায় আতঙ্ক দেখা দিয়েোছে।

জানা যায়, আল খাজা মার্কেটের আন্ডারগ্রাউন্ডে নর্থ ইস্ট থাই এলমুনিয়াম নামের একটি ক্যামিকেল গোডাউনে রাত ৯টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম গঠনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালাচ্ছে।

আগুনের খবর পেয়ে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীও ঘটনাস্থলে গিয়ে হাজির হয়েছেন।

ঘটনাস্থল থেকে সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব বলেন, আগুন এখনও নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। দমকলবাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কোথা থেকে আগুনের সূত্রপাত তাও প্রাথমিকভাবে জানা যায়নি।

গত ১২ এপ্রিল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানানো হয়- সিলেট নগরে অগ্নিকাণ্ডের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা নগরীর মহাজনপট্টি। এই এলাকার কোনো ব্যবসা প্রতিষ্ঠানে নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা। সম্প্রতি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এক জরিপে মহাজনপট্টিকে অগ্নিকাণ্ডের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম