সিলেট ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৯শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৭:৫৫ পূর্বাহ্ণ, মে ২, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে উন্মুক্ত হলো সিলেট নগরীর গুরুত্বপূর্ণ চৌহাট্টা-বন্দরবাজার সড়ক। আগে এই সড়কে যানবাহন একমূখী (ওয়ানওয়ে) চলাচল করতে পারলেও এখন উভয়মূখী চলাচলের জন্যই উন্মুক্ত করা হলো এ সড়ক। তবে এই সড়কে রিকশা চলাচল বন্ধ করছে সিলেট সিটি করপোরেশন। সিটি করপোরেশন ও সিলেট মহানগর পুলিশের এক সভায় এই সড়কে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নগরীর প্রধানতম এই সড়ক এতোদিন একমূখী যান চলাচল হতো। চৌহাট্টা থেকে বন্দরবাজার মূখী যানবাহন চলাচল করতে পারতো না। তবে বুধবার রাত থেকে সড়কটি উভয়মূখী যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, চৌহাট্টা থেকে জিন্দাবাজার হয়ে বন্দর বাজারের কোর্ট পয়েন্ট পর্যন্ত সড়কে এতোদিন একদিক থেকেই যানবাহন চলতে করতে পারতো। তবে নগরবাসীর স্বার্থে এবং সড়কটিকে হকারমুক্ত রাখতে এখন চৌহাট্টা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত সড়ক উভয়মূখী যান চলাচলের জন্য উন্মুক্ত করার সিদধান্ত হয়েছে। এর ফলে উভয় দিক থেকেই যানবাহন চলাচল করতে পারবে। তবে এ সড়কে রিকশা, লেগুনা কিংবা ট্রাক চলাচল করতে পারবে না। সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, লাইটেস এসব যানবাহন চলাচল করতে পারবে।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিসিক ও এসএমপির ট্রাফিক শাখা মিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে নগরীর সবচেয়ে ব্যস্ততম এই সড়কে যানজট কমবে, নগরবাসী সহজে চলাচল করতে পারবেন। এছাড়া পর্যটকদের আনাগোনা যেহেতু জিন্দাবাজার এলাকায় বেশি, সেহেতু তারাও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সড়কটি উভয়মী চলাচলের জন্য উন্মুক্ত করার ফলে এ সড়কে যতো প্রতিবন্ধক (ব্যারিকেড, পুলিশ বক্স প্রভৃতি) আছে, সব সরিয়ে নেয়া হবে। এছাড়া জিন্দাবাজার থেকে কোর্ট পয়েন্ট সড়কে যে কালভার্টের কাজ চলছিল, তাও সম্পন্ন হয়েছে। ফলে সড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।
এদিকে, সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার রাত ৯টার দিকে সড়ক পরিদর্শনে বের হন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, এসএমপির উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদসহ সংশ্লিষ্টরা। এসময় সিসিকের নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাটওয়ারী, ইসমাইলুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি