সিলেট ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের নকআউট পর্বে যাওয়ার যথেষ্ট সামর্থ আছে বলে বিশ্বাস করেন দলের উইকেটরক্ষক ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
রোববার (২৮ এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন মুশফিক।
সংবাদ সম্মেলনে জাতীয় দলের উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান মুশফিকুর রহিম বিশ্বকাপ নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
মুশফিক বলেন, আমরা সকলে মাশরাফি ভাইয়ের জন্য বিশ্বকাপটা স্মরণীয় করে রাখার চেষ্টা করবো। কারণ এটাই হয়তো উনার শেষ বিশ্বকাপ। তাছাড়া আমাদের চারজনেরও হতে পারে এটি শেষ বিশ্বকাপ। এভাবে আর একসাথে বিশ্বকাপের মতো মঞ্চে খেলা হবে না।
ইংল্যান্ডের কন্ডিশন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ব্যাটিংয়ে আমাদের স্ট্রাইক রেট ঠিক রেখে খেলতে হবে। চ্যাম্পিয়নস ট্রফিতে আমরা ইংল্যান্ডের বিপক্ষে প্রায় ৩২০ রান করেও হেরে গিয়েছিলাম। ওই ধরনের উইকেটে ৩৫০-৩৬০ রান করা উচিত ছিল। আমরা ঠিকঠাক প্রস্তুতি নিচ্ছি। টপ অর্ডার ব্যাটসম্যানরা চেষ্টা করছে কিভাবে আরও উন্নতি করা যায়। লোয়ার অর্ডারে যারা আছে তারাও চেষ্টা করছে।
প্রথম বিশ্বকাপ স্মৃতি নিয়ে মুশফিক বলেন, সেবার তো বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে আলাদা রকমের অনুভূতি কাজ করছিল। কখন সময় আসবে, কখন খেলতে যাব। তখন কিছু গ্রেট ক্রিকেটার ছিলেন। টেলিভিশনে যাদের খেলা দেখে বড় হয়েছি তাদের বিপক্ষে খেলব তাই আলাদা রকমের রোমাঞ্চ কাজ করছিল। দলে এখন তরুণ যারা আছে তারা তো বেশ ম্যাচিউর। তাদেরও হয়তো আলাদা রকমের অনুভূতি কাজ করছে।
সাবেক এ অধিনায়ক বলেন, সেমিফাইনাল হয়তো অনেক কঠিন একটা কাজ। যেকোন কাজই এত সহজে করে ফেললে মর্যাদা এতটা থাকে না। আমি মনে করি আমাদের দলের যথেষ্ট সামর্থ্য আছে নকআউট পর্বে যাওয়ার। নকআউট পর্বে গেলে যেকোনও কিছু ঘটতে পারে এটা তো সবাই জানে।
ইংল্যান্ডের কন্ডিশনে সব মিলিয়ে ১৮ ওয়ানডে খেলে চারটিতে জয় পেয়েছে বাংলাদেশ। তাই জয়ের সংখ্যা আরও বাড়িয়ে নিতে বোলারদের দিকে তাকিয়ে আছেন মুশফিক।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি