সিলেট ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: সুনামগঞ্জের দিরাই উপজেলার শাখা সুরমা নদী খননের মাটি বন্টনে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক লোকজন সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে অনিয়মের লিখিত অভিযোগ করেছেন ।
অভিযোগে উল্লেখ করা হয় শ্যামারচর ও পেরুয়া গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা শাখা নদীর খনন কাজ চলছে, সরকারি বিধি অনুযায়ী নদী খননের মাটি বেরি বাঁধ, সরকারি প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা, মন্দিরসহ সার্বজনীন প্রতিষ্ঠানে দেওয়ার নিয়ম থাকলেও নদী খননের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলী নিজস্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানে বন্টন করছেন।
ওই এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল বলেন, সংশ্লিস্ট প্রকৌশলী ওমর ফারুক আমাদের এলাকার বেরিবাঁধ, মসজিদ মাদ্রাস, মন্দিরসহ নদী খননের মাটি সার্বজনীন প্রতিষ্ঠানে না দিয়ে তিনি ব্যক্তি মালিকানা প্রতিষ্টানে দিচ্ছেন। আমরা প্রকৌশলীর সাথে আলাপ করে সমাধান না পাওয়ায় জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছি ।
আবেদনের অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, উপ পরিচালক স্থানীয় সরকার বিভাগ, দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার দিরাই ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে প্রদান করা হয়েছে।
উপজেলা কমিশনার (ভূমি) বিশ্বজিৎ দেব আবেদনের কপি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয় নিয়ে উপজেলা চেয়ারম্যানের সাথে আলাপ করে ফোনে সংশ্লিষ্ট প্রকৌশলী কে নদী খননের মাটি বেরিবাঁধ এবং সার্বজনীন প্রতিষ্ঠানে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি