নিখোঁজ এমসি কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৬:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৯

নিখোঁজ এমসি কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সোনালী সিলেট ডেস্ক ::: সিলেটের জাফলংয়ের বেড়াতে এসে নিখোঁজ হওয়া এমসি কলেজের শিক্ষার্থী আকিকুর রহমান অণিকের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় জাফলংয়ের পিয়াইন নদীতে নিখোঁজের একদিন পর তার সন্ধান পান স্থানীয় ডুবুরিরা।

নিখোঁজের মরদেহটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন সিলেটটুডে টোয়েন্টিফোরকে নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জসিম।

এর আগে শুক্রবার (২৬ এপ্রিল) বন্ধুদের সঙ্গে জাফলংয়ে বেড়াতে যান সিলেট এমসি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র অণিক। দুপুর ২টার দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকায় পিয়াইন নদীর স্বচ্ছ জলে নামলে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান তিনি।

এমসি কলেজ শিক্ষার্থী অণিক হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা দলা মিয়ার ছেলে এবং সিলেট এম.সি কলেজের অনার্স (২য়) বর্ষের ছাত্র। তিনি বর্তমানে সিলেট আম্বরখানা এলাকায় বসবাস করতেন।

এদিকে অনিকের মরদেহটি উদ্ধারের পর তা তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জসিম।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম