চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ৭:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৯

সোনালী সিলেট ডেস্ক ::: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে শ্রমিকদের একটি ঝুপড়ি ঘরে ঢুকে পড়ে কেড়ে নিয়েছে চারজনের প্রাণ।

রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, বৃহস্পতিবার ভোট ৪টার দিকে রাঙ্গুনিয়ার গাবতলী এলাকায় এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

তিনি বলেন, ট্রাকটি গাছের গুঁড়ি নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। গাবতলী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে নির্মাণ শ্রমিকদের একটি ঝুপড়িতে ঢুকে পড়ে।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে চারজনের লাশ উদ্ধার করে। দুই জনকে পাঠানো হয় হাসপাতালে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানাতে পারেননি ওসি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম