সিলেট ৬ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৫ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৭:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: লাউয়াছড়া বনের জানকিছড়া থেকে উদ্ধার হওয়া পলিথিনে মোড়ানো নবজাতককে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশংকাজনক হলেও উন্নত চিকিৎসার জন্য দায়িত্ব নিয়ে এগিয়ে আসছেন না কেউই।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণেই তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে সিলেটটুডে টোয়েন্টফোর ডটকমকে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাখাওয়াত হোসেন।
এর আগে বুধবার (২৪ এপ্রিল) সকালে শিশুটিকে উদ্ধারের পর সারাদিন পুলিশি প্রহরায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
জানা যায়, সারাদিন শিশুটি ভালো অবস্থায় থাকলেও বুধবার রাত দশটার দিকে হঠাৎ করে শিশুটির শ্বাসকষ্ট শুরু হলে তাকে তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও (আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা) ডা পলাশ রায় জানান, বাচ্চাটির অবস্থা আশংকাজনক। গতকাল রাত থেকেই বাচ্চাটির শরীরে নানান ধরনের সমস্যা তৈরি হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি বাচ্চাটিকে সুস্থ করে তোলার।
এ ব্যাপারে জানতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মুঠোফোন ধরেন নি।
নবজাতকের উন্নত চিকিৎসার ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল আশরাফুজ্জামান বলেন, আমি একটা মিটিং এ আছি। আপনি সমাজসেবা অফিসারের সাথে কথা বলেন।
পরে শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বাচ্চাটিকে হাসপাতালের তত্ত্বাবধানেই পাঠাতে হবে। আমরা বাচ্চাটির চিকিৎসার সমস্ত খরচ বহন করছি। আমাদের একজন অফিসার এই বিষয়গুলো দেখছেন।
শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মুমতাহা চৌধুরী বলেন, আমি শিশুটির কাছে যাচ্ছি। তবে বাচ্চাটির দায়িত্ব নেওয়ার কথা পুলিশেরই। তবুও আমরা যতটুকু পারি করবো।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি