সিলেটসহ তিন জেলায় বন্দুকযুদ্ধ : নিহত ৪

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: সিলেটের মোগলাবাজার, কক্সবাজারের টেকনাফ ও মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে র‍্যাব-পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী ডাকাত সদস্যসহ চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ নভেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (২১ নভেম্বর) ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে।

সিলেট: সিলেটের মোগলাবাজারে মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহত মো. শহীদুল ইসলাম ওরফে শহীদ মিয়া (৪১) দক্ষিণ সুরমা থানার তেলিবাজার আহম্মদপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গোপন তথ্যে রাত সাড়ে ৩ টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার শ্রীরামপুর বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।

তিনি জানান, এ সময় মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ইয়াবা ব্যবসায়ী শহীদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ইয়াবার চালান খালাসকে কেন্দ্র করে দুই ইয়াবা ব্যবসায়ী পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার ভোরে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের জিরো পয়েন্ট এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত নজির আহমদ ওরফে নজির ডাকাত (৩৮) সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার আবদুর রহিমের ছেলে ও আবদুল মমিন হ্নীলা ইউনিয়নের লেদা নয়াপাড়ার আমির হামজার ছেলে। তাদের বিরুদ্ধে মানব পাচার ও মাদকসহ থানায় একাধিক মামলা রয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ইয়াবা খালাসকে কেন্দ্র করে দুই ইয়াবা ব্যবসায়ী পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, এমন খবর পেয়ে থানা পুলিশের একটি দল ওই এলাকায় পৌঁছালে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়।

তিনি জানান, পরে সেখান থেকে গুলিবিদ্ধ দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজন লাশ দুটি নজির আহমদ ও আবদুল আমিনের বলে শনাক্ত করে। এসময় ঘটনাস্থল থেকে ৪টি এলজি অস্ত্র, ৯ রাউন্ড গুলি ও ১০ হাজার ১৫০পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, ইয়াবার চালান খালাসকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় তাদের মৃত্যু হয়েছে, দুজনই শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানোর প্রস্তুতি ও মামলার প্রক্রিয়া চলছে।

এছাড়া মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী। খুলনার দৌলতপুর এলাকায় পলাতক এক সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় র‍্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার পূর্ব সোনারং গ্রামের আলম শেখের বালুর মাঠে এ ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, নিহত আবুল হোসেন শেখ (৪৭) মাদক মামলার এক আসামি। তিনি একই উপজেলার কুন্ডের বাজার এলাকার মৃত নাজিম উদ্দিন শেখের ছেলে।

র‍্যাব-১১ এর উপ-পরিচালক মেজর আশিক বিল্লাহ জানান, আবুল হোসেন তার বাহিনী নিয়ে সোনারং এলাকায় মিটিং করছিল- এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। এসময় তারা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে।

তিনি জানান, পরে গুলিবিদ্ধ অবস্থায় আবুল হোসেনকে উদ্ধার করে টংগিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

র‌্যাব কর্মকর্তা জানান, এ ঘটনায় র‍্যাবের ২ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম