৬ মে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন

প্রকাশিত: ৬:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৯

৬ মে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন

সোনালী সিলেট ডেস্ক ::: আগামী মাসে এক সরকারি সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে।

ঢাকা ও নয়াদিল্লীর সূত্র নিশ্চিত করেছে, আগামী ৬ মে বাংলাদেশে আসছেন গোখলে। ৮ মার্চ ফিরে যাবেন তিনি।

তবে ভারতে পার্লামেন্ট নির্বাচনের মধ্যে কী কারণে তার এই সফর, তা এখনও স্পষ্ট নয়।

গত সপ্তাহে দিল্লিতে গোখলের সঙ্গে বৈঠক হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের। আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় উপ-মহাপরিচালক পদে বাংলাদেশের পক্ষে ভোট চাইতে গিয়েছিলেন শহিদুল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেনের সঙ্গে দেখা করবেন গোখলে। পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই বৈঠকের আলোচ্যসূচি তৈরির কাজ চলছে।

বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে দুই দেশের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। গত কয়েক বছরে প্রতিবেশী দুই দেশের অমীমাংসিত নানা জটিলতার অবসান ঘটলেও তিস্তার পানি বণ্টন চুক্তি এখনও ঝুলে আছে।

পররাষ্ট্র সচিব হিসেবে গত বছরের এপ্রিলে বাংলাদেশ সফর করে গিয়েছিলেন গোখলে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম