হুন্ডির টাকাসহ আটক ১ 

প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: যশোরের বেনাপোল সীমান্ত থেকে হুন্ডির ১০ লাখ টাকাসহ রাসেল মিয়া (২১) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা।

বুধবার (২১ নভেম্বর) সকাল ১১টায় বেনাপোল সীমান্তের সাদীপুর এলাকা থেকে ওই যুবককে আটক করে বিজিবি। সে সাদীপুর গ্রামের তোরাব আলীর ছেলে।

৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে হুন্ডির টাকা নিয়ে বেনাপোল সীমান্তের সাদীপুর রাস্তায় এক যুবক অবস্থান করছে।  এমন সংবাদে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে একটি বিস্কুটের কার্টনসহ তাকে আটক করে।   পরে ওই কার্টনের ভেতর থেকে হুন্ডির ১০ লাখ টাকা পাওয়া যায়।

আটককৃতের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম